মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দৌলতখানায় মাকে গলা কেটে, মেয়েকে পুড়িয়ে হত্যা

প্রকাশিতঃ ০৩ জুন, ২০১৭  

জেলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলায় স্ত্রীকে গলা কেটে আর ৯ মাসের মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, উপজেলার জয়নগর গ্রামে শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহতরা হলেন – ওই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৩১) আর তাদের ৯ মাসের মেয়ে মোহনা।
ওসি এনায়েত জানান, বিল্লাল তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
“স্থানীয়রা অগ্নিদগ্ধ শিশুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।”
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে বিল্লাল এ হত্যাকাণ্ড ঘটানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।