মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিতঃ ১৩ মে, ২০১৭  

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) প্রধান ও তার এক সহযোগী নিহত হয়েছে।
আজ শনিবার (১৩মে)ভোরে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চরে এ ঘটনা ঘটে। নিহত দুই চরমপন্থি হল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান বাপ্পী (৩৫) ও তার সহযোগী লালন (৩০)।
র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রউচ উদ্দিন জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির প্রধান বাপ্পী তার সহযোগীদের নিয়ে রাখালগাছি চরে বৈঠক করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বাপ্পী ও লালনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, দুটি বিদেশি ওয়ান শুটারগান, একটি তলোয়ার, একটি রামদা ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।