সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মহম্মদপুরে জুয়া ও অশ্লীল নৃত্যের আস্তানা থেকে ২৭জন গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৪ মে, ২০১৭  

জেলা প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের আস্তানায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়াড়িদের হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাগুরা আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মাগুরা ডিবি পুলিশের (ওসি) মো. ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মাগুরার পুলিশ সুপার মুহাম্মাদ মনিবুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশের ৬০ সদস্যদের দল পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশঙ্করপুর গ্রামের মধুমতি চরএলাকায় জুয়া ও নগ্ন নৃত্যের আসরের চারদিকে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি পেয়ে আয়োজক চক্রের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মাগুরা ডিবি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মাসুদুর রহমান ও হাবিবুর রহমান আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাতটি রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে ৮ নর্তকী, দুই আয়োজক শরিফুল ইসলাম ও জিল্লুর রহমানসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। ৩৮টি মোটরসাইকেল, দুটি নছিমন ও আটটি মোটরভ্যানও আটক করা হয়েছে।
এ সময় স্থানীয় গ্রামবাসী নৃত্যমঞ্চ, মাইক, সাউন্ডবক্স, চেয়ার, তাঁবু, দোকানপাটসহ অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেয়।
পুলিশের ওপর হামলা ও অনৈতিক কার্যক্রমের ঘটনায় মাগুরা ডিবি পুলিশের এসআই সালাহ্ উদ্দিন বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪০ জনসহ মোট ৮৯ জনকে আসামি করে মহম্মদপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।
দীর্ঘ একযুগ ধরে মহম্মদপুরের কালিশংকরপুরে রমরমা জুয়ার আসর এবং বিবস্ত্র নৃত্যের আসর বসছিল।