মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুন্দরবনে ৫১ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রকাশিতঃ ০৩ মে, ২০১৭  

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে চোরা শিকারীদের কবল থেকে হরিণের মাংস উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। আজ বুধবার(০৩মে) ভোর ৪ টার দিকে সুন্দরবনে শেড়া নদী সংলগ্ন কালীর খাল এলাকা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার হামিদুর রহমান জানান, চোরা শিকারীর দল সুন্দরবনে হরিণ শিকারী করছে এমন সংবাদ পেয়ে জানতে পেরে সুন্দরবনে শেড়া নদী সংলগ্ন কালীর খালে অভিযান চালিয়ে ৫১ কেজি হরিণের মাংস, ২টি নৌকা, ২টি দা ও একটি চাকুসহ ১২টি পটকাবাজি উদ্ধার করা হয়।