মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ট্রাক থেকে ১,৪৪০পিছ ফেনসিডিল উদ্ধার আটক ২

প্রকাশিতঃ ২৯ এপ্রিল, ২০১৭  

জেলা প্রতিনিধি:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে একটি কাচাঁ মালের ট্রাক থেকে ১,৪৪০পিচ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক আবু বক্কার ও হেলপার সবুজ গাজীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (২৯এপ্রিল)দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সালমা বেগম বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আমার কাছে তথ্য আসে একটি কাচাঁমালের ট্রাকের মধ্যে (সাতীরা-ট-১১-০২৯৪) বড় ধরণের মাদকের চালান সাতীরা থেকে আশুলিয়ায় যাচ্ছে। এ খবর পাওয়ার পর আমি তাৎনিকভাবে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ ও দৌলতদিয়া ঘাটে নিয়েজিত ট্রাফিক পুলিশের টিআই আসাদকে জানায়। এরপর রাত ২টার দিকে দৌলতদিয়া ফেরীঘাট থেকে তারা ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে চালকের পিছনে কেবিনের মধ্যে থেকে ১৪৪০পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক আবু বক্কার ও হেলপার সবুজ গাজীকে আটক করা হয়।
আটক আবু বক্কার সাতীরা জেলার শ্যামনগর উপজেলার পাড়রাখোলা গ্রামের মাজেদ আলীর ছেলে ও সবুজ গাজী একই জেলার আশাশুনী উপজেলার শ্রীকোলস গ্রামের সিরাজুল গাজীর ছেলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য সাড়ে ১১লাক টাকা বলে জানান পুলিশ সুপার সালমা বেগম।
পুলিশ সুপারের সম্মেলন কে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ মির্জা আবুল কালাম আজাদ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির উপস্থিত ছিলেন।