সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রী অন্তঃস্বত্ত্বা, ১০ম শ্রেণির ছাত্রের নামে মামলা

প্রকাশিতঃ ২৫ এপ্রিল, ২০১৭  

অপরাধ প্রতিবেদক:মাগুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অন্তঃস্বত্ত্বা করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করা হয়েছে। তার নাম হাফিজুর রহমান আপন।
ঘটনাটি ঘটেছে মাগুরা শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে। অভিযুক্ত আপন দক্ষিণ শরুশুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শরুশুনা গ্রামের বাসিন্দা।
অন্তঃস্বত্ত্বা মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে মেয়েটি পেটে অনেক ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয় এবং পরবর্তীতে তাকে আল্ট্রাসোনোগ্রাফি করার পর ধরা পড়ে সে ৫ মাসের অন্তঃস্বত্ত্বা। পরে মেয়েটি তার মায়ের কাছে সব কথা খুলে বলে এবং আপনকে এ ঘটনার জন্য দায়ী করে।
আজ মঙ্গলবার(২৫এপ্রিল) দুপুরে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির মেডিকেল চেকআপ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।