জয়পুরহাটে‘পার্কে বেড়ানোর নাম করে স্কুলছাত্রীকে ধর্ষণ’’
প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০১৭
অপরাধ প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতেই এক যুবককে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক যুবক পার্কে বেড়ানোর নাম করে ওই ছাত্রীকে ফুসলিয়ে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লার একটি বাড়িতে নিয়ে যায়। এরপর পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর তাঁকে হিলিগামী একটি বাসে তুলে দিয়ে ওই যুবক পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ হিলি বাসস্ট্যান্ড থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ওই ছাত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।