সাতক্ষীরায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০১৭
জেলাপ্রতিনিধি:সাতক্ষীরায় বাড়িতে ঢুকে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতরা।নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদ আজ সোমবার(১০এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর পরির্দশক (তদন্ত) আলমগীর কবির জানান ।
নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, “২০১৩ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লা ফাঁসির রাতে আমার ভাই সিরাজুলকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এরপর থেকে তার ছেলে কবির সাতক্ষীরা শহর বসবাস শুরু করে।
“রাতে বাড়িতে ঢুকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”