পুলিশের ভুয়া এসআই আটক
প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০১৭
অনলাইন ডেস্ক: রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় থেকে রাজু মোল্লা নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত ১০টায় গোয়ালন্দ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার(৩১মার্চ) দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। রাজু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুর জেলা সদরের ঝিলটুলি এলাকায় থাকেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ মোড়ে র্যাবের একটি টিম বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদুপর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে পুলিশের পোশাক পরে রাজু মোল্লা বসে ছিলেন। রাজুর গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আসল পুলিশ নয় বলে স্বীকার করেন।