দেবীগঞ্জে (পঞ্চগড়) ৮ ঘন্টা পর মাটি চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার
প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০১৭
নাজমুস সাকিব, ভ্রাম্যমাণ প্রতিনিধি: দেবীগঞ্জে (পঞ্চগড়) সেফটি ট্যাংকের জন্য গর্ত খননের সময় মাটি চাপা পড়া যুবককে প্রায় ৮ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যুবককে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা সদরের সবুজপাড়া এলাকার মাংস ব্যবসায়ী বাবুলের বাড়িতে সেফটি ট্যাংকের জন্য গর্ত করার সময় মাটি চাপা পড়েছিল ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪ টায় বাবুলের বাড়িতে সেফটি ট্যাংকের জন্য
গর্ত খননের কাজ করছিল ঈশ্বর চন্দ্র রায় (২০) ও রুবেল ইসলাম (২২)। খুড়তে খুড়তে হঠাৎ মাটি ধসে পড়লে চাপা পড়ে ঈশ্বর চন্দ্র। এ সময় তাকে উদ্ধার করতে নামলে রুবেলও মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত রুবেলকে উদ্ধার করতে
সক্ষম হলেও ঈশ্বর চন্দ্রকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এরপর দমকল বাহিনীকে খবর দিলে প্রথমে ডোমার ও নীলফামারী দমকল কর্মীরা
উদ্ধার কাজ শুরু করে। পরে পঞ্চগড়, বোদা ও রংপুর জেলা দমকল কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেন। দমকল বাহিনীর ৫ টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় ৮ ঘন্টা পর রাত ১১ টা ৪৫ মিনিটে জীবিত উদ্ধার করা হয় ঈশ্বর চন্দ্রকে। পরে তাকে দেবীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উদ্ধার হওয়া যুবক বর্তমানে সুস্থ রয়েছেন।