মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোলায় ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৭  

ভোলা প্রতিনিধি-ভোলা কাঁচা বাজার সমিতির ক্যাশিয়ার মো. মুসা (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার রাত ১ টার দিকে পৌর শহরের কাঁচা বাজার পদ্মা মার্কেটের দোতালায় সমিতির অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মো. মুসা চরনোয়াবাদ ৪ নং ওয়ার্ডের মৃত খোরশেদ আলমের ছেলে।
ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুসাকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা রাতেই ঘটনাস্থলে ভীড় করে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।