পঞ্চগড়ে শিশুসহ সন্দেহভাজন ছয় নারী আটক
প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৭
জেলা প্রতিনিধি:পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার একটি বাড়ি থেকে সন্দেহভাজন ছয় নারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে ওই এলাকার রবিউল ইসলাম নামে এক পান দোকানদারের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আঙ্গুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি। এদের সঙ্গে একটি শিশুও রয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পঞ্চগড়ের বার আউলিয়া নামের একটি মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পঞ্চগড় শহরে এসে রাত্রিযাপনের জন্য তারা তেলীপাড়া এলাকার রবিউল ইসলামকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনও সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তারা প্রতারক চক্রের সদস্যও হতে পারে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।