লামায় স্ত্রীসহ সাবেক ইউপি সদস্য খুন
প্রকাশিতঃ ২৫ মার্চ, ২০১৭
জেলা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার বনফুর এলাকায় নিজ বাড়িতে খুন হয়েছেন ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ক্য হ্লা চিং মারমা (৭২) ও তার স্ত্রী চিং হ্লা ম্যা মারমা (৬৮)। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় তাদেরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে ময়নাতদন্তর আগে পুলিশ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ বনফুর ছোট মারমা পাড়া থেকে আজ শনিবার ২৫ মার্চ সকালে লাশ দু’টি উদ্ধার করে। তিনি জানান, ক্য হ্লা চিংকে গলা কাটা আর তার স্ত্রী চিং হ্লা ম্যাকে পেট কাটা অবস্থায় পাওয়া গেছে। তাদের দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য তা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আপ্রু মং জানান, জমিসংক্রান্ত কোনও বিরোধ নাকি ডাকাতিতে বাধা দেওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- তা নিশ্চিত করা বলা যাচ্ছে না। তিনি জানান, নিহত ক্য হ্লা চিং মারমার তিন ছেলে এবং তিন মেয়ে থাকলেও থেকে স্ত্রীকে নিয়ে তিনি নিজের ঘরে আলাদা জীবনযাপন করতেন। আজ শনিবার সকালে মেঝ মেয়ে মা অং মারমা রান্না করে দেওয়ার জন্য ঘরে ঢুকে বাবা-মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকার শুনে লোকজন এসে ঘটনা জানতে পারে।