মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু,

প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০১৭  

অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রেমিকার বাড়িতে নবীনূর (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাতে যুবকের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত নবীনূর টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের মতি শেখের ছেলে। চাকরি সূত্রে তিনি ঢাকায় বসবাস করতেন।নিহত নবীনূরের পরিবারের দাবি, শারমিনের বাবা আব্বাসসহ ওই পরিবারের লোকজন নবীনূরকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।স্থানীয় সূত্র জানায়, নবীনূরের সঙ্গে একই উপজেলার পাঁচগাঁও সাতুল্লা এলাকার আব্বাস মিয়ার মেয়ে শারমিনের (১৭) প্রেমের সর্ম্পক ছিল। মঙ্গলবার শারমিন নবীনূরকে ফোনে জানায়, তার বাবা জোর করে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে।
খবর পেয়ে নবীনূর ঢাকা থেকে সরাসরি শারমিনদের বাড়িতে যান। পরে ওইদিনই রাতে নবীনূর মারা গেছে বলে তার পরিবার জানতে পারে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শারমিনের পরিবার তাদের জানায়, নবীনূর বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার এসআই মিজানুর রহমান জানান, একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।