দিনাজপুরে মাটির দেওয়াল চাপায় নিহত ২
প্রকাশিতঃ ২২ মার্চ, ২০১৭
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে মাটির দেওয়াল চাপা পড়ে মো. কাফী (৫৫) এবং মো. দেলজার (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মো. কাফীর বাড়ি মেরামতের সময় বুধবার (২২ মার্চ)দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাফী উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে এবং দেলজার একই এলাকার নারায়ণপুর গ্রামের মো. আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মো. দেলজার শ্রমিক হিসেবে কাফীর সঙ্গে তার বাড়িতে মাটির দেওয়াল মেরামতের কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে দুপুর ১২টার দিকে মাটির দেওয়ালটি তাদের উপর ভেঙে পড়ে। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরিবার ও এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা মাত্র। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।