মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালপুরে পাষণ্ড দুই ছেলের দায়ের কোপে দুই পা হারাল বৃদ্ধ বাবা

প্রকাশিতঃ ২২ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:জামালপুর বকশীগঞ্জ অবিশ্বাস হলেও সত্য ছেলের দায়ের কোপে দুই পা হারাল বাবা। পারিবারিক বিরোধের জের ধরে বৃদ্ধ বাবাকে নৃশংস ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুই ছেলে। বুধবার(২২মার্চ) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী মরারপাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। মুমুর্ষ অবস্থায় বাবা হাসেম আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে বৃদ্ধ হাসেম আলীর (৬৫) সাথে তার দুই ছেলে লুৎফর রহমান ও নুরনবীর বিরোধ চলে আসছিলো। মাঝে মধ্যেই দুই ছেলে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য হাশেম আলীকে চাপ প্রয়োগ করতো। বুধবার দুপুরে ছেলে লুৎফর ও নূরনবী তার বাবা হাশেম আলীর কাছে দুই লাখ টাকা দাবি করে। হাশেম আলী টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে লুৎফর রহমান ও নূরনবী বাড়িঘরে ভাংচুর চালায়। বাধাঁ দিতে গেলে তারা হাশেম আলীকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ।এ সময় ছেলে লুৎফর রহমানের দায়ের কোপে বাবা হাশেম আলীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় হাশেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান,এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হবে।