ভিজিএফ কার্ড দেওয়া প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০১৭
অপরাধ প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভিজিএফ কার্ড দেওয়া প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এক স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে।সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য কামাল মোল্লাকে আসামি করে মামলা করেন বলে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান।
স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মামলার অভিযোগ, ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে প্রতিবেশী এক নারীকে তার বাড়িতে যেতে বলে কামাল মোল্লা। রোববার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণিতেতে পড়ুয়া মেয়েকে নিয়ে ইউপি সদস্য কামালের বাড়িতে যান ওই নারী।
“এ সময় কামাল মোল্লার তার সহযোগী পান্না বেগমকে নিয়ে ওই নারীকে কৌশলে সরিয়ে দিয়ে তার মেয়েকে নেশা জাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করে।”
পরে কামাল নিজেই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে মাকে সব খুলে বলে এবং তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ইউপি সদস্য এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগী পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।