মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরিবহন শ্রমিকদের অযথা হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ০৪ মার্চ, ২০১৭  

নিজস্ব প্রতিবেদকঃ পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের পেছনে যদি কারও উদ্দেশ্য থাকে বা কেউ তাদের ব্যবহার করে থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা তা খতিয়ে দেখবে। কিন্তু আমরা কাউকে অযথা হয়রানি করবো না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন অযৌক্তিক ছিলো। তারা অযথা আন্দোলন করেছে। মহামান্য আদালত যে রায় দিয়েছে তারা এর বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারতো।’
বাংলাদেশের মানুষ ধার্মিক হতে পারে কিন্তু ধর্মান্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখানকার মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না। কাজেই আমাদের দেশে আল কায়েদা বা আইএসের কোনও অস্তিত্ব নেই। যারা ছিল তারা আমাদের দেশেরই সন্ত্রাসী-জঙ্গি বাহিনী। যাদেরকে আমাদের নিরাপত্তা বাহিনীই দমন করতে পেরেছে।’
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।