আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ রাজবাড়ীতে নিহত ১
প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় গ্রেপ্তার তরুণকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে যাওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।পাংশা থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার শরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামে গোলাগুলির এই ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম হোসেন (৩২) একই উপজেলার পাট্টা গ্রামের আবদুল মজিদ ফকিরের ছেলে।
ওসি মোফাজ্জেল বলেন, বৃহস্পতিবার সকালে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে নিয়ে রাতে নাওড়াবন গ্রামের একটি বটগাছের নিচে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা পুলিশের দিকে গুলি ছোড়ে।
“পুলিশ পাল্টা গুলি করে। এ সময় মোয়াজ্জেম গাড়ি থেকে দৌড়ে পালাতে গেলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সে আহত হয়। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, মোয়াজ্জেমের নামে পাংশা থানায় সাতটি হত্যাসহ চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।