মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরকীয়ার জেরে পিটিয়ে হত্যা!

প্রকাশিতঃ ০২ ফেব্রুয়ারি, ২০১৭  

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুলিশ আবুলের মৃতদেহ উদ্ধার করে।
নিহত আবুল হোসেন উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী গ্রামের মাওলানা লুৎফর রহমানের ছেলে। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও মেয়ে সন্তানের জনক।
তিল্লি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল জানান, রাত সাড়ে ১২ টার দিকে এক গৃহবধুর ফোন পেয়ে তিনিসহ স্থানীয় দু-একজন ওই বাড়িতে যান। সেখানে গিয়ে আবুলকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আবুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য মনির হোসেন জানান, ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর (দুই সন্তানের জননী) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে প্রবাসীর স্ত্রী (৩২) ওই গ্রামের ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী প্রতিবন্ধী মাইনুদ্দিনের মাধ্যমে আবুলকে তার বাড়ি যেতে বলেন। সেখানেই আবুলকে মারধর করা হয়। এর আগেও তাদের পরকীয়ার সম্পর্ক নিয়ে এলাকায় বিচার শালিসের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।