মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত

প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০১৭  

জেলা প্রতিনিধিঃ মাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহত জোবান শেখ (৩৩) খুন, ধর্ষণ, ডাকাতিসহ মোট ১৩টি মামলার আসামি।
জোবান শেখ মাগুরা সদর ঊপজেলার চাউলিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, জোবানের নেতৃত্বে ৭/৮ জনের একটি ডাকাত দল মাগুরা – বিনোদপুর সড়কের চাউলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাগুরা সদর থানার এসআই গাজী শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। সঙ্গে সঙ্গেই ডাকাত দল পুলিশের উদ্দেশে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জোবান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চার পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র্র উদ্ধার করে।