মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উন্নয়নের জন্য আইনের শাসন প্রয়োজন : আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৭  

মানিকগঞ্জ প্রতিনিধি :আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে উন্নয়নের জন্য আইনের শাসন প্রয়োজন। শেখ হাসিনা চান দেশের গণতন্ত্র আর উন্নয়ন। তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছেন।
তিনি রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা জজশিপের বিচারক ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।