মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিতঃ ১২ জানুয়ারি, ২০১৭  

জেলা প্রতিনিধিঃশরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে ১০ শয্যা বিশিষ্ট নরকলিকাতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সারে ১২টার সময় ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক একেএম শহিদুল হক।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক সুবিধা সম্বলিত ১০ শয্যার এই হাসপাতাল ভবন নির্মানের জন্য ইতিমধ্যে ভোজেশ্বর ইউনিয়নের ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হাসপাতালটিতে আধুনিক সুবিধা সম্বলিত মা ও শিশুর সব ধরনের চিকিৎসার সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন এই হাসপাতালটি নির্মাণ করা হলে গ্রাম পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে এবং মাতৃ মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করেন পুলিশ মহা পরিদর্শক।
এসময় পুলিশ মহা পরিদর্শকের সাথে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।