‘প্রেমিকের’ গলায় ছুরি ধরে কিশোরীকে ধর্ষণ!
প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর, ২০১৬
অপরাধ প্রতিবেদকঃ বান্দরবানে এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরী রাজপুণ্যাহ মেলায় বেড়াতে এসেছিল। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
কিশোরীটি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কিশোরীর স্বজনরা জানান, জেলা শহরে অনুষ্ঠিত রাজপুণ্যাহ মেলায় বেড়াতে আসে ওই কিশোরী। রাত সাড়ে ১২টার দিকে কিশোরী তার প্রেমিকসহ বালাঘাটা সড়কের রোয়াংছড়ি বাসস্ট্যান্ডের দিকে যায়। যাওয়ার পথেই একাধিক দুর্বৃত্ত তাদের পথ আটকায় এবং পাহাড়ের ঢালে নিয়ে যায়।
কিশোরীর প্রেমিক জানান, চারজন যুবক তাঁর গলায় ছুরি ধরে। পরে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কিশোরী সদর হাসপাতালে চিকিৎসাধীন।