রাস্তার পাশে মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ
প্রকাশিতঃ ০৪ ডিসেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে রাস্তার পাশের একটি জমি থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনা বাজার এলাকায় রাস্তার পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. ইকবাল হোসেন শেখ (২৪)।
ইকবালের বাবা শামসুদ্দীন শেখ জানান, গতকাল শনিবার দুপুর থেকেই ইকবাল নিখোঁজ ছিল। আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে ছেলের লাশ উদ্ধারের খবর পান তাঁরা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক শাহদাত হোসেন জানান, সকালে মদিনা বাজার এলাকায় রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় লাশটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে লাশের হাত, পা, নাক ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য যুবকের লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।