মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আক্কেলপুরে পুলিশের গুলিতে অভিযুক্ত ডাকাত আহত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ 092024atok-11_kalerkantho_picজয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি ব্রিজ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় রাশেদ নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক রাশেদের বাড়ি আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামে। তিনি ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।
জয়পুরহাটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ওই সড়কে টহলরত অবস্থায় গতরাত ১টার দিকে সাধারণ যাত্রী মনে করে পুলিশের সিনএনজিচালিত অটোরিকশায় হামলা করে একদল ডাকাত। আত্মরক্ষার্থে পুলিশ ছয় রাউন্ড গুলি করলে পালিয়ে যায় ডাকাতদলটি। পরে গুলিবিদ্ধ অবস্থায় আহত রাশেদ নামে এক ডাকাতকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত রাশেদের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।