জয়পুরহাটে ফাঁসির আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত
প্রকাশিতঃ ২৬ অক্টোবর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার দাদরা জৈন্তিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত জানান।
নিহত সাফিন শহরের দেওয়ান পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তার লাশ জয়পুরহাট সদর হাসপাতলে রয়েছে।র্যাব বলছে, সাফিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও পাঁচ বছর ধরে পলাতক।
কমান্ডার হাসান আরাফাত বলেন, “জৈন্তিগ্রামের সন্ত্রাসী শাফিন ও তার সহযোগীদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ঘটনাস্থলেই শাফিন নিহত হন।”
অভিযানে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।