চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, ধর্ষণকারী কারাগারে
প্রকাশিতঃ ১২ অক্টোবর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় সাড়ে তিন বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৩ বছর বয়সী এক ছেলেশিশুকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুরে শিশুটিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে সাড়ে তিন বছরের ওই শিশুটিকে পাশের বাড়ির শিশু (১৩) চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে টয়লেটে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার মা এগিয়ে এলে ওই শিশু দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
গতকাল মঙ্গলবার রাতে মেয়েটির বাবা ওই ছেলেশিশুকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নথিভুক্ত করে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে পঞ্চগড় কারাগারের শিশু ওয়ার্ডে পাঠানোর আদেশ দেন।
ওসি আরো জানান, ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।