মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরায় ২৬০০ লিটার মদ জব্দ, আটক ১১

প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ
মাগুরায় অভিযান চালিয়ে ২৬০০ লিটার মদ জব্দ করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। এসময় ১১ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আটক করে র‌্যাব।
1475139947গ্রেফতারকৃতরা হলেন-মশিউর রহমান, নাজিম উদ্দিন, সমির উদ্দিন, আলমগীর হোসেন, বাদশা মিয়া, রবিউল আলম, দুলাল বিশ্বাস, সুজিত্ ভৌমিক, শ্যামল বিশ্বাস, মোঃ জালাল,ও শ্যামল অধিকারি।
র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, সকাল আটটার দিকে র‌্যাবের একটি টহল দল মাগুরাতে যায়। গোপন সূত্রে খবর পেয়ে মা ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০০ লিটার মদ জব্দ করে টহল দল। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে। তারা কোন মদ বিক্রির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে না। তাদের তথ্যমত রবিউল আলমের দোকানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রবিউল আলমসহ আরো ছয়জন দৌড়ে পালাতে থাকে। র‌্যাব তাদের ধাওয়া করে আটক করে। রবিউলের দোকান থেকে ড্রাম ভর্তি ২২০০ লিটার মদ জব্দ করে। গ্রেফতারকৃতদের ও জব্দ করা মদ ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।