মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণ, হাতেনাতে ধরে গণপিটুনি

প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল মঙ্গলবার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় বেলাল হোসেন (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এক সন্তানের জনক বেলাল হোসেনকে বর্তমানে পুলিশ পাহারায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাড়ি উপজেলার পূর্ব মাতাপুর-বেপারীপাড়ায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,dorshon-logo দুপুরে উপজেলার জামালগঞ্জ বাজারের এক দোকানের সেলুনকর্মী পূর্ব মাতাপুর-বেপারীপাড়ার বেলাল হোসেন পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি ফেরার পথে জোর করে ধরে রুকিন্দিপুর ইউনিয়নের পরিত্যক্ত পশু চিকিৎসালয়ের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এসে বেলালকে হাতেনাতে আটক করে এবং গণপিটুনি দিয়ে সন্ধ্যায় আক্কেলপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহত ধর্ষককে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশ প্রহরায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।