নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর, ২০১৬
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নিখোঁজের তিনদিন পর তৌহিদুজ্জামান বদর (৪৩) নামে ভূমি সার্ভেয়ারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দৌলতদিয়া ব্যাপারীপাড়ার একটি ডোবা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত তৌহিদুজ্জামান বদর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার গেন্দু ব্যাপারীপাড়ার রোকন ব্যাপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একটি ফোন পেয়ে তৌহিদুজ্জামান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ওইদিন রাত ৯টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিলো। নিখোঁজের পর গত সোমবার (২৬ সেপ্টেম্বর) তার স্ত্রী আফরোজা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপর থেকেই পুলিশ নিখোঁজের সন্ধান করতে থাকে। পরদিন বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।