জামালপুরে নিজ বাড়িতে হিজড়া নেতা খুন
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০১৬
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়িতে খুন হয়েছেন ঢাকার হিজড়া নেতা হায়দার আলী কলি। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের বটচর গ্রামে হায়দার আলীর গ্রামের বাড়িতে পাঁচ/ছয়জন দুর্বৃত্ত হানা দেয়। তারা ঘরে ঢুকে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন এ আলম জানান, নিহত হায়দার আলী কলি ঢাকার গুলশান এলাকার হিজড়াদের নেতা। তিনি দুদিন আগে গ্রামের বাড়ি ইসলামপুরের বটচরে আসেন।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে হিজড়াদের অভ্যন্তরীণ বিরোধ বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।