মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু, শিশু আহত

প্রকাশিতঃ ০৪ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে রিনি আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সেসময় তার কোলে থাকা মানতিকা নামে সাত মাস বয়সী মেয়েও আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের তেতলিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিনি বড় শষি ইউনিয়নের কাজী পাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি বালা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিমুল ইসলাম সোনারবাংলা৭১.কমকে 2016_01_05_10_19_51_ci6ApU4NGibSLvjcCTH8FpeZcVCNUb_original জানান, দুপুরে চাকরির বেতন তুলতে স্বামী মনোয়ারের সঙ্গে মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন রিনি। পথে তেতলিমোড় এলাকায় এলে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। সে সময় তার কোলে থাকা শিশু মানতিকাও আহত হয়।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন।