শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
প্রকাশিতঃ ২৭ আগস্ট, ২০১৬
রাজবাড়ী// রাজবাড়ীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির পড়ুয়া ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ অভিযোগে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে স্কুল শিক্ষক সালাউদ্দিন খান আলমের (৪৫) বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। আলম রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একই ইউনিয়নের মহিষবাথাম গ্রামের মৃত মোকলেছ মাস্টারের ছেলে।
ওই স্কুল ছাত্রী জানায়, গত ১৮ আগস্ট সকাল ৬টার দিকে ওই ছাত্রী শিক্ষক আলমের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সকাল ৮টার দিকে অন্য ছাত্রীদের বিদায় দিয়ে আলম তাকে বলেন, ‘তোমার একটা সাবজেক্টে পড়া বাকী রয়েছে, তুমি থাকো’। এরপর সে পড়ার জন্য অপেক্ষা করতে থাকলে আলম তাকে ঝাপটে ধরে এবং যৌন নিপীড়ন করে। এ সময় সে চিৎকার দিলে আলম ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়।
ওই ছাত্রীর মা বলেন, এ ঘটনার পর স্থানীয়ভাবে সালিশে শিক্ষক আলম আমাদেরকে ৫ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। কিন্তু আমরা টাকা না নিয়ে বিচারের দাবি করি।
তিনি আরও বলেন, গত ৩ মাস ধরে আলম আমার মেয়েকে যৌন নিপীড়ন করে আসছিল। কিন্তু মান-সম্মানের ভয়ে আমরা বিষয়টি কাউকে জানাই নি। ঘটনাটি জানাজানি হয়ে গেলে আলম আমাদেরকে মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিলেন বলেও দাবি করেন ওই শিক্ষার্থীর মা।
এ বিষয়ে আলম মাস্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।