মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যু, ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০১৬  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হত্যাচেষ্টায় আহত হওয়ার একদিন পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত শাপলা আক্তার (১৯) উপজেলার লেহেম্বা ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।
শনিবার সকালে তিনি আহত হন। রোববার বেলা ১০টার দিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকালে বাড়ির সবাই কাজে গেলে শাপলা আক্তার ঘরে একা ছিলেন।
“বেলা ১২টার দিকে শাপলার ঘরে গিয়ে তার শাশুড়ি তাকে কাপড়চোপড় ছেঁড়া মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন।”
পরে সবাইকে জানালে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান পরিদর্শক সিরাজুল।
এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল কুমার ঘোষ333-143-218x150 বলেন, ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।”