মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরায় গাছচাপা পড়ে নিহত ২

প্রকাশিতঃ ১০ আগস্ট, ২০১৬  

index_135537জেলা প্রতিনিধিঃ মাগুরায় প্রবল বর্ষণে গাছচাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মাগুরা সদর ও শালিখা উপজেলায় এ দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদরের বেড় আকছি গ্রামের রুস্তম মোল্লার ছেলে খবির হোসেন মোল্লা (৩৬) ও শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপন বিশ্বাস (৫৫)।
নিহত খবিরের আত্মীয় আইয়ুব আলী জানান, বৃষ্টির কারণে একটি গাছের গোড়া নরম হয়ে হেলে পড়ে। সকালে এ অবস্থা দেখে খবির ওই গাছের ডাল কাটতে যান। এসময় ওই গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঝড়ো বাতাসে একটি বড় গাছ স্বপন বিশ্বাসের ঘরের উপর পড়লে তার নিচে চাপা পড়ে স্বপন বিশ্বাস আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ গাছচাপা পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।