মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাড়িতে গাঁজার ‘চাষ’, গৃহকর্তা গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৬ আগস্ট, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদরে একটি বাড়িতে গাঁজা গাছ পাওয়ার পর পুলিশ ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে।গভীর রাতে হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ অভিযান চালানো হয় বলে সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান।
ওসি মমিনুল সাংবাদিকদের বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় সোহরাব আলীর বাড়িতে গাঁজার গাছের সন্ধান পাওয়া গেছে।
“সেখান থেকে বড় আকারের আটটি গাঁজার গাছ জব্দ ও গাছের মালিক ‘মাদক ব্যবসায়ী’ সোহরাব আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।”
সোহরাব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মমিনুল।
Panchagarh-Drug-editসোহরাব আলী গোপনে নিজ বাড়িতে গাঁজার ‘বাণিজ্যিক চাষ ও ব্যবসা’ করে আসছিলেন বলে পুলিশের অভিযোগ।