মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নেত্রকোণায় পরকীয়ার জেরে হত্যার অভিযোগ

প্রকাশিতঃ ২৫ জুলাই, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ murder-sm20160710131103নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক নির্মাণ শ্রমিককে পরকীয়ার জেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে।
রোববার রাত পৌনে ৯টার দিকে একটি পাটক্ষেত থেকে তারা মিয়ার (৫০) লাশ উদ্ধার করা হয় বলে জানান কেন্দুয়া থানার এসআই বাশার।
তারা মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বোগ গ্রামের মুখসুদ আলীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে এসআই বলেন, প্রায় ২৫ বছরের সংসারে খোর্শেদা বেগম ও তারা মিয়ার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
“কিছু দিন আগে তাদের মেয়েটির বিয়ে হয়। এরপর খোর্শেদা বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে পারিবারিক অশান্তির শুরু। এরই জেরে খোরশেদা লোক দিয়ে তারা মিয়াকে খুন করিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ এনেছেন।”
এসআই জানান, তারা মিয়া ঢাকার আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শনিবার বিকালে তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের শ্বশুরবাড়ি যান। রোববার রাতে শ্বশুরবাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।