মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের মাটিতে জঙ্গীদের কোন স্থান নেই: আইজিপি

প্রকাশিতঃ ২৩ জুলাই, ২০১৬  

বান্দরবান: পুলিশের মহা-পরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গী গোষ্ঠির কোন স্থান নেই।
জঙ্গীরা যেন এক ইঞ্চি পরিমাণ বাংলাদেশের মাটি ব্যবহার করে তাদের কার্যক্রম চালাতে না পারে সে ব্যাপারে জনগণকে সব সময় সজাগ থাকতে হবে। আর প্রত্যেক এলাকায় কোন অপরিচিত ও সন্দেহভাজন লোকের আনাগোনা দেখা গেলে সাথে সাথে তা যেন আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বান্দরবান মিলন ছড়ি এলাকায় পুলিশ রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বান্দরবান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারেক হাসান, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশের মহা-পরিদর্শক আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করতে এবং আর্ন্তজাতিক ভাবে সরকারের দুর্নাম ছড়াতে জঙ্গীরা দেশ ব্যাপী বিশৃংঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এক মাত্র জনসচেতনতায় পারে জঙ্গীবাদ দমন করতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য জেলায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজি এবং চাঁদাবাজদের ব্যাপারে সঠিক তথ্য পুলিশেকে জানানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
bandarban pic-3_135906উল্লেখ্য যে, বান্দরবান-চিম্বুক সড়কের পাশে মিলন ছড়ি এলাকায় দেড় একর জায়গা ক্রয় করেন জেলা পুলিশ বিভাগ। এই মনোরম জায়গার উপর গড়ে তোলা হবে অত্যাধুনিক মানের একটি রিসোর্ট এবং পাশে পুলিশ ক্যাম্প। এই রিসোর্টের মাধ্যমে বান্দরবানের পর্যটন শিল্পে আরো একটি নতুন মাত্র যোগ হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।