বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে জেলে নিহত
প্রকাশিতঃ ১৭ জুলাই, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলার কাছে বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে মহসিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
রোববার (১৭ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনপুরার বশির মাঝির ট্রলার নিয়ে মহসিনসহ একদল জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এসময় একদল দস্যু জেলেদের ট্রলারে হামলা চালায়। একপর্যায়ে দস্যুদের গুলিতে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। এতে আহত হন আরো অন্তত ১৮ জন।
ঘটনাস্থল ভোলার সীমানায় নয় জানিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল বলেন, নোয়াখালীর হাতিয়া সীমানার বঙ্গোপসাগরের গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।