মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ডোবা থেকে শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০১৬  

নেত্রকোনা: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আনন্দপুর এলাকার একটি ডোবা থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষকের নাম গোপী রঞ্জন সরকার (৩৫)। গোপী রঞ্জন আনন্দপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দার মুক্তি কোচিং সেন্টারের শিক্ষক গোপী রঞ্জনকে গত সোমবার দিবাগত রাতে কে বা কারা মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যায়। তিনি বাসা থেকে বের হয়ে যান, কিন্তু রাতে আর বাসায় ফিরেননি। ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির কাছের ডোবায় একটি লাশ পরে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এই লাশই গোপীর বলে আত্মীয় স্বজন চিহ্নিত করেন।
index_122511পুলিশ আরো জানায়, তাকে কে বা কারা মেরে ডোবায় লাশ ফেলে রেখেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য আজ নেত্রকোনা মর্গে পাঠিয়েছে।