মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কেন্দুয়ায় ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিতঃ ১১ জুলাই, ২০১৬  

নেত্রকোনার কেন্দুয়া থানায় গতকাল মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক পিতা। মামলার সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের এক মেয়ে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এবার ঈদের ছুটিতে ওই পোশাককর্মী (১৮) বাড়িতে আসেন।
শুক্রবার রাতে পার্শ্ববর্তী বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একই গ্রামের সাদেক মিয়ার বখাটে ছেলে রিয়েল মিয়া দুই বন্ধুর সহযোগিতায় নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় রিয়েল মিয়াকে প্রধান আসামি করে সহযোগী নয়ন মিয়া ও আনোয়ার নামে দুইজনকেও মামলায় আসামি করা হয়। এব্যাপারে রোববার কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। pic ddddddd_128848