দেশবাসীকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান সেতুমন্ত্রীর
প্রকাশিতঃ ০৮ জুলাই, ২০১৬
বান্দরবান: দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (০৮ জুলাই) দুপুরে বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়ক পরিদর্শনকালে জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
সেতুমন্ত্রী বলেন, পর্যটন ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। পাঁচ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে রামগড় থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত ৮৩২ কিলোমিটার সীমান্ত নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই এ সড়কের নির্মাণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ।