মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরায় অপহৃত হিন্দু ব্যবসায়ী রাজবাড়ী থেকে উদ্ধার

প্রকাশিতঃ ৩০ জুন, ২০১৬  

মাগুরা: মাগুরা শহরের নতুন বাজারের হিন্দু ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস(৪০) কে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ৫ লাখ টাকাসহ মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নিয়ে যায়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা ও তার পারিবারিক সূত্র জানায়, আশুতোষ বিশ্বাস মঙ্গলবার সকাল ১১ টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা নিয়ে শহরের ব্র্যাক ব্যাংকে জমা দিতে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ হন। পারিবারিক ভাবে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার স্ত্রী বিথিী মন্ডল মাগুরা থানায় জিডি করেন।
এক দিন পরে বুধবার তাকে রাজবাড়ী জেলার কোমরপুর এলাকা থেকে অজ্ঞান অবস্থায় রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরে না আসায় ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অপহরণ কারীরা তাকে অপহণ করে নিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিলেও তার কাছে থাকা মোবাইল ফোনটি নেয়নি।
মাগুরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তার চিকিৎসা চলছে। তার জ্ঞান ফিরে না আসা পর্যস্ত কোন কিছু জানা বা বলা সম্ভব নয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার জ্ঞান ফিরে এলে তার কাছ থেকে সব কিছু জেনে তার পর মাগুরা থানায় মামলা রুজু করা হবে।