মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পঞ্চগড় ট্রাকচাপায় ইউপি সচিব নিহত

প্রকাশিতঃ ২৭ জুন, ২০১৬  

পঞ্চগড় : অসচেতনভাবে মোবাইলে কথা বলার সময় ট্রাকচাপায় কাবুল হোসেন (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার জেলার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত কাবুল হোসেন জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার দৌলতপাড়া গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে চাকলাহাট ইউনিয়ন পরিষদ মাঠে ট্রাক থেকে চাল নামানো হচ্ছিল। পাশেই গাছে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিলেন ওই ইউনিয়নের সচিব কাবুল হোসেন। এ সময় হঠাৎ ট্রাকটি একটু পেছালে গাছের সঙ্গে থাকা কাবুল হোসেন সজোরে ধাক্কা খায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
download-95চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ট্রাকচাপায় ওই ইউপি সচিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।