ভোলায় ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ২৫ জুন, ২০১৬
ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় ডাকাত সন্দেহে মোশারেফ ওরফে মসু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মসু উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ি গ্রামের হানিফ মাতবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল জানান, রাতে মসুসহ ৩/৪ জন ওই গ্রামের নুরুল হকের বাড়িতে ডাকাতি করতে যায়। টের পেয়ে গ্রামবাসী মসুকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, মসুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যার ঘটনায় ৩টি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।