মাগুরায় কিশোরী ধর্ষিত, থানায় মামলা
প্রকাশিতঃ ২৪ জুন, ২০১৬
মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলার যশমন্তপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এক কিশোরীকে ধর্ষণ করেছে মন্নু জমাদার (৪০) নামের এক ধর্ষক। সে একই গ্রামের ওয়াচ্ছেল জমাদারের ছেলে। মহম্মদপুর থানা পুলিশ শুক্রবার ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, দরিদ্র ওই নাবালিকা যশমন্তপুর গ্রামে চাচার কাছে থেকে বড় হচ্ছিলো। বৃহস্পতিবার দুপুরে সে বাড়ি থেকে বেরিয়ে মাঠে ছাগলের জন্য পাটের পাতা ছিড়তে যায়। তাকে একা পেয়ে পাটক্ষেতে মন্নু জমাদার জোর পূর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষক মন্নু জমাদার দৌঁড়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা ওই মেয়েকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশের তদন্ত চলছে।