পঞ্চগড়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত
প্রকাশিতঃ ২৪ জুন, ২০১৬
পঞ্চগড় : জেলার সদর উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় হাসি আক্তার নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে ও টুনিরহাট কলেজপাড়ায় বজ্রপাতের এ ঘটনা ঘটে । নিহত হাবিবুর ওই এলাকার মৃত খসিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ঘরের বারান্দায় বসেছিলেন হাবিবুর রহমান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
এদিকে, বজ্রপাতে কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাসি আক্তার গুরুতর আহত হন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বজ্রপাতের সময় বাড়ির গৃহস্থালির কাজ করছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বজ্রপাতে হাতহতের বিষয়টি নিশ্চিত করেছেন।