মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

প্রকাশিতঃ ১৮ জুন, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ মাগুরা সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ‘ডাকাত সর্দার’ বলছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।
নিহত কামাল সর্দার (৪২) মাগুরা সদরের জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের অফসার সর্দারের ছেলে।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা সোনারবাংলা ৭১.কমকে জানান, রাত ৩টার কিছু আগে থানায় খবর আসে মঘির ঢাল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর সদর থানা ও ডিবির টহল পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।
“ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।”
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি, গাছ কাটার করাত, চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, কামাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে খুন, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে থানায় নয়টি মামলা আছে।
bonduk20160526041647লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আজমল হুদা।