মাগুরায় হিন্দু অধ্যাপকের ঝুলন্ত লাশ
প্রকাশিতঃ ১৩ জুন, ২০১৬
মাগুরা: মাগুরা শহরের নান্দুয়ালির কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে রোববার রাতে রমেন্দ্রনাথ কুন্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্বিতীয় স্ত্রী অনিতা দাশকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন রমেন্দ্রনাথ।
পুলিশ জানায়, রমেন্দ্রনাথ কুন্ডুর (৫৫) প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। পাঁচ মাস আগে তিনি অনিতা দাশ নামের এক নারীকে বিয়ে করেন। অনিতা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অস্থায়ী ভিত্তিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন।
অনিতা রোববার রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাসায় ফিরে শোবার ঘরে রমেন্দ্রনাথ কুন্ডুর ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তিনি থানায় জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রমেন্দ্রনাথ কুন্ডুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নাগীরহাট গ্রামে। আশির দশক থেকে তিনি মাগুরার আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মাগুরার সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে।